শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


হরিণের মাথা কিনে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ২ যুবক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

বাগেরহাটের মোংলা উপজেলার পল্লীতে সুন্দরবন থেকে আনা হরিণের দুইটি মাথা কিনে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ওবায়দুল শেখ (২৫) ও বাবু শেখ (২২) নামে দুই ক্রেতাকে আটক করেছে বন বিভাগ। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুন্দরবন সংলগ্ন জয়মনি বাজারের ব্রিজের উপর থেকে হরিণের মাথাসহ তাদের আটক করা হয়। আটকদের বন আইনে মামলা দায়েরের পর সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপাই রেঞ্জ কার্যালয়ের সামনের ব্রিজের উপর থেকে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়।
এ সময় মোটরসাইকেলে দুই ব্যক্তির হাতে থাকা একটি ব্যাগ পাশের খালে ছুড়ে ফেলেন। ওই দুজনকে আটক করার পর খাল থেকে ব্যাগটি তুলে তার মধ্যে দুইটি হরিণের মাথা পাওয়া যায়।

আটক ওবায়দুল শেখ ও বাবু শেখ বাগেরহাটের মোংলা উপজেলার আন্ধারিয়া গ্রামে বাসিন্দা। তারা আপন চাচাতো ভাই। আটকরা স্বীকার করেছে, তারা এক হাজার টাকা দিয়ে মোয়লা উপজেলার জয়মনি এলাকার চিহ্নিত পেশাদার চোরা হরিণ শিকারী রাজ্জাক ও সজিবের কাছ থেকে এ হরিণের মাথা কিনে নিয়ে যাচ্ছিলেন। রাতে অভিযান চালিয়ে রাজ্জাক ও সজিব চক্রের ব্যবহৃত দুইশত পিচ হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। আটকদের বন আইনে মামলা দায়েরের পর সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি