মঙ্গলবার,১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পুকুরের পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে পুকুরের পানিতে পড়ে ৬ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৮টার দিকে। পরে ফায়ার সার্ভিসের দুটি দল পুকুর থেকে মোঃ হেদায়েত মুন্সী নামের ওই শিশুর লাশ উদ্ধার করে। নিহত হেদায়েত মুন্সী ফুকরা গ্রামের এনামুল মুন্সীর ছেলে। চার ভাই বোনের মধ্যে হেদায়েত ছিল দ্বিতীয়।

স্থানীয় সূত্রে জানাগেছে, সকালে মায়ের সাথে পার্শ্ববর্তী আক্তার মোল্যার বাড়িতে যায় হেদায়েত। ওই বাড়ি থেকে হেদায়েতকে রুটি খেতে দেয়। হেদায়েতের মা বাড়ি নারীদের সাথে কথা বলছিল। কিছুক্ষণ পর হেদায়েতকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পর আক্তার মোল্যার পুকুরে রুটি ভাসতে দেখে এলাকাবাসী নিশ্চিত হয় হেদায়েত পুকুরে পড়ে ডুবে গেছে। এসময় জাল ফেলে হেদায়েতকে উদ্ধারের চেষ্টা করে স্থানীয়রা। কিন্তু তারা ব্যর্থ হন। ৫ ঘণ্টা পর সালথা ও মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি দল পুকুরে তল্লাশি চালিয়ে বেলা ১টার দিকে হেদায়েতের মরদেহ উদ্ধার করে।

সালথা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে এসে একটি টিম পুকুরে তল্লাশি চালায়। পরে মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, প্রতিবন্ধী শিশু হেদায়েতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি