বুধবার,১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০২২

ডেস্ক রিপোর্ট::

এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে মোট জিপিএ পেয়েছে ১৯ হাজার ৯৯৮জন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডের শতকরা পাশের হার ৯১ দশমিক ২৮।

সোমবার কুমিল্লা শিক্ষাবোর্ডের কনফারেন্স হলে এক সংবাদ সম্মলনে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
জানা গেছে, কুমিল্লা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৯শ ৯৮ জন। গেলো বছরের তুলনায় এই বোর্ডে পাশের হার ক‌মে‌ছে, বে‌ড়ে‌ছে জি‌পিএ-৫। এবার এই বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৬ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৭০ হাজার ৪৮৪ জন। গত বছর এই বোর্ডে পরীক্ষার্থী ছিল ২ লাখ ১৯ হাজার ৭০৪জন। পাশ করেছে ২ লাখ ১১ হাজার ৫০৩ জন। গত বছর পাশের হার ছিল ৯৬ দশমিক ২৭। অপর দিকে এ বছর পাশের হার ৯১ দশমিক ২৮।

ছে‌লেদের তুলনায় এবার মে‌য়েরা এ‌গি‌য়ে। ৭৩ হাজার ৯৯৩জন ছে‌লে পাশ ক‌রে‌ছে।‌ জি‌পিএ ৫‌ পে‌য়ে‌ছে ৭ হাজার ৮৭৭জন ছে‌লে। এ‌দি‌কে ৯৬ হাজার ৪৯১জন মে‌য়ে পাশ ক‌রে‌ছে। ‌জি‌পিএ-৫‌ পে‌য়ে‌ছে ১২ হাজার ১২১ জন।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান বলেন, আমাদের ফলাফল বরাবরের মতই ভালো হয়েছে। তবে আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল। আশাবাদী মানসম্মত শিক্ষায় কুমিল্লা বোর্ড সামনে আরও এগিয়ে যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি