শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শিশু আয়াত হত্যা: আসামি আবীর ফের ৭ দিনের রিমান্ডে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

দেশে চাঞ্চল্যসৃষ্টি করা সাত বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয়ার ঘটনায় গ্রেফতার হওয়া আবির মিয়ার দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার তাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আবদুল হালিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মনোজ দে বলেন, প্রথম দফায় জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই বাছাই করছি। আরো তথ্যের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই ফের রিমান্ড চাওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী সেলিম উল্যাহ বলেন, ‘প্রথম দফায় দুই দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এদিকে, সোমবার আবিরকে আদালতে নেয়া হলে শতাধিক মানুষ উপস্থিত হন আদালত প্রাঙ্গণে। আবিরকে দেখে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা এক পর্যায়ে মারতে‌ও যান। শুনানি শেষে আদালত থেকে বের করার সময়ও মানুষের মধ্যে আরেক দফা উত্তেজনা ছিল। পরে পুলিশের উপস্থিতিতে তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী সেলিম উল্যাহ চৌধুরী বলেন, ‘আদালত কক্ষে আনার সময় এবং শুনানি শেষে চলে যাওয়ার সময় জনতা ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের চেষ্টা করেছিল। তবে অতিরিক্ত পুলিশ উপস্থিত থাকায় কিছু করতে পারেনি।’

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় আরবি পড়তে গিয়ে নিখোঁজ হন আয়াত। এ ঘটনার পর ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করে তার বাবা সোহেল রানা। নিখোঁজের ১০ দিন পর আবির মিয়া নামে এক যুবককে গ্রেফতার করে পিবিআই। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আয়াতকে ছয় টুকরো করে খুন করে লাশ সাগরে ভাসিয়ে দেয়ার কথা স্বীকার করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি