শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিল ইরান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। এছাড়া একই অভিযোগে তিনজনকে দীর্ঘসময়ের জন্য জেল দেওয়া হয়েছে। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের বিচার বিভাগের অফিসিয়াল নিউজ ওয়েবসাইটে বলা হয়েছে, হোসেইন ওরদৌখানজাদেহ, শাহিন ইমানি মাহমুদাবাদ, মিলাদ আশরাফি আতবাতান এবং মানুচেহর শাহবন্দি বোজান্দি নামে এই চারজনকে রোববার ভোরে ফাঁসি দেওয়া হয়েছে।

দেশটির বিচার বিভাগ এসব ব্যক্তিকে সন্ত্রাসী বলে অভিহিত করেছে। বলা হয়েছে, তারা যখন সরকারি-বেসরকারি সম্পত্তি ধ্বংস, চুরি, অপহরণ এবং জাল স্বীকারোক্তি আদায়ে নিযুক্ত ছিল তখন তারা ইসরায়েলি গোয়েন্দাদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়েছিল। তারা সুইডেনে অবস্থিত একটি মোসাদ অপারেটিভের কাছ থেকে নির্দেশনা পেয়েছে।

এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিদের পূর্বে নানা অপরাধের ইতিহাস রয়েছে বলে দেশটির বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি