শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


যুবদল সভাপতি টুকুসহ সাতজন ৪ দিনের রিমান্ডে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০২২

ডেস্ক রিপোর্ট:

নাশকতার একটি মামলায় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ পরোয়ানা জারির আদেশ দেন।

অন্য মামলায় টুকুসহ সাতজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া অপর আসামিরা হলেন- যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, মোকলেছ মিয়া, মোশারফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন রানা ও আব্দুল্লাহ।

গত ৩ ডিসেম্বর রাত ১১টার দিকে রাজধানীর আমিনবাজার থেকে টুকু, নয়ন, মোকলেছ মিয়া, মোশারফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন রানা ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই বিজন কুমার বিশ্বাস আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড চাওয়া মামলায় বলা হয়, চলতি বছরের ২৬ মে রাজধানীর পল্টন থানা এলাকায় আসামিরা পরস্পর যোগসাজশে মশাল মিছিল বের করে। তারা সরকারবিরোধী বিভিন্ন উস্কানীমূলক বক্তব্য ও গাড়ি ভাঙচুরসহ পুলিশকে আক্রমণ করে। এ ঘটনায় পল্টন থানার এসআই মো. কামরুল হাসান মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩০ জনকে এজাহার নামে আসামি করা হয়। এছাড়া মামলায় ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এদিকে পরোয়ানা জারি হওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন- ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, সাইফুল ইসলাম নিরব।

এ মামলা থেকে জানা গেছে, আজ রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার ৪৫ আসামির মধ্যে হাবিবুর নবী খান সোহেলসহ ১৯ জনের পক্ষে সময় আবেদন করা হয়। আদালত অসুস্থতা বিবেচনায় হাবিবুর নবী খান সোহেলের সময় আবেদন মঞ্জুর করেন। আর টুকু, নিপুন রায় চৌধুরী, সাইফুল ইসলাম নিরবসহ ১৮ আসামির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলার অপর সাত আসামি গরহাজির থাকায় আদালত তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অভিযোগ জানা যায়, গত বছরের ১৩ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে তারা প্রেসক্লাব এলাকায় পুলিশের ওপর আক্রমণ করে। তারা মিছিল নিয়ে মৎস্য ভবন মোড়ে পৌঁছালে পুলিশ মিছিলে বাধা দেয়। ওই সময় আসামিরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ও সরকারি কাজে বাধা দেয়। এ ঘটনায় রমনা থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে ওইদিনই মামলা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি