শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


হাসপাতাল গেটে ছুরিকাহত সেই মেডিকেল শিক্ষার্থী নিহত 


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০২২

ডেস্ক রিপোর্ট:

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের শিক্ষার্থী মেহেরাজ হোসেন ফাহিম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে শজিমেকের উপ-পরিচালক আবদুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মেহেরাজ হোসেন ফাহিম (২৬) ঢাকার সবুজবাগ এলাকার নুর মোহাম্মদের ছেলে। তিনি শজিমেকের ২৫ তম ব্যাচের শিক্ষার্থী ও ৪র্থ বর্ষে অধ্যয়নরত ছিলেন।

জানা গেছে, গত ২৩ নভেম্বর সন্ধ্যার দিকে ফাহিম বন্ধুদের সঙ্গে শজিমেক হাসপাতালের দুই নম্বর গেটে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তারা ফরিদ ব্যাপারী ও তার ছেলে শাকিল হোসেনের দোকানে ঝালমুড়ি খেতে যান। সেখানে ঝালমুড়ি খাওয়া নিয়ে বাবা-ছেলের সঙ্গে বাগবিতণ্ডতায় জড়িয়ে পড়েন ফাহিম। এ সময় ক্ষিপ্ত হয়ে শাকিল তার হাতে থাকা পেঁয়াজ কাটার চাকু দিয়ে ফাহিমের পেটে আঘাত করে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করা হয়। এ সময় অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এদিকে এ ঘটনায় একই দিন রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সোনাতলার উপজেলার বালুয়াহাট থেকে মূল অভিযুক্ত শাকিল ব্যাপারি (২৬) ও তার বাবা ফরিদ ব্যাপারিকে (৫১) গ্রেপ্তার করে। পরের দিন ফাহিমের বাবা নূর মোহাম্মাদ বাদী হয়ে সদর থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহম্মেদ বলেন, অভিযুক্তদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সকালে চিকিৎসক ফাহিমের মারা যাওয়ার বিষয়ে নিশ্চিত হতে পেরেছি। এ ঘটনায় হত্যাচেষ্টার মামলা হত্যা মামলায় রূপান্তর করা হবে।

শজিমেকের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল জানান, গত ২৩ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত ফাহিমকে শজিমেকেই চিকিৎসা দেওয়া হয়। পরে গত ২৮ তারিখে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে রোববার সকাল সাড়ে ৮টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি