শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অমিতাভের কড়া সমালোচনায় তসলিমা, যা বললেন অভিষেক বচ্চন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০২২

বিনোদন ডেস্ক:

এবার বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়িয়ে গেলেন লেখিকা তসলিমা নাসরিন। বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে খোঁচা দেওয়ায় এ তসলিমাকেও পাল্টা জবাব দেন তার ছেলে অভিষেক।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সম্প্র ‘দশভি’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক বচ্চন। সেই সময় অমিতাভ বচ্চন টুইট করে লেখেন, ‘আমার গর্ব, আমার আনন্দ, তুমি সবার মুখ বন্ধ করে দিয়েছ। তবে পাল্টা উত্তরে নয়, নিজের কাজের মাধ্যমে। তুমি শ্রেষ্ঠ ছিলে এবং থাকবে।’

বাবার নাম অমিতাভ বচ্চন হওয়ায় ইন্ডাস্ট্রিতে কম কথাও শুনতে হয়নি অভিষেককে। তবে ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন অভিষেক। অভিনয়ের গুণে নিজের আলাদা দর্শকও তৈরি করেছেন। তবে এই ঘটনার দিন কয়েকের মধ্যেই টুইট করেন তসলিমা নাসরিন। তিনি লেখেন, ‘‘অমিতজি নিজের সন্তানকে এতটাই ভালোবাসেন যে তিনি ভাবেন তার যাবতীয় ভালো গুণ, প্রতিভা ছেলের মধ্যে রয়েছে। তিনি ভাবেন তার ছেলেই সেরা। অভিষেক ভালো, কিন্তু অমিতাভ বচ্চনের মতো প্রতিভা অভিষেকের নেই।’

তসলিমার এই টুইটের জবাব এসেছে অভিষেকের পক্ষ থেকে। তসলিমার উদ্দেশে তিনি লেখেন, ‘আপনি একেবারে সঠিক কথা বলেছেন। প্রতিভা কিংবা অন্য কোনো কিছুর দিক থেকেই তার সমকক্ষ কেউ হতেই পারবে না। অমিতাভ বচ্চন সারাজীবন সেরাই থাকবেন, আমি গর্বিত তার ছেলে হয়ে।’

তসলিমার এই পোস্টের পর অভিষেক বচ্চনের পক্ষে কথা বলেন টুইটার ব্যবহারকারীরা। অমিতাভ বচ্চনের সঙ্গে অভিষেকের তুলনা টানতে নারাজ তারা। অভিষেকের এই মন্তব্যে হৃদয়ের ইমোজি জুড়েছেন অভিনেতা সুনীল শেঠি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি