বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নতুন বই পাবার আশায় শিক্ষার্থীরা প্রহর গুণছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০২২

ডেস্ক রিপোর্ট:

চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাধ্যমিকপর্যায়ে ৫৬ ভাগ এবং প্রাথমিক স্তরে ৩৪ ভাগ বই পৌঁছে গেছে। নতুন বছরের প্রথম দিনে নতুন বই পাবার আশায় শিক্ষার্থীরা প্রহর গুনছে। ২০২৩ সালে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে ২৬ লাখ ৩৬ হাজার ৬৫০টি নতুন বই বিতরণ করা হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে বইয়ের চাহিদা ছিল ১৮ লাখ ৭৯০টি। এ পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের বই এসেছে প্রায় ৫৬ ভাগ। অন্যদিকে দাখিলে চাহিদা ছিল ৫ লাখ ৪৮ হাজার ৩৭০টি, বই এসেছে ৩ লাখ ৫ হাজার ৮’শ ৮৫টি এবং এবতেদায়ীতে বইয়ের চাহিদা ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৩০টি, বই এসেছে ১ লাখ ৬৭ হাজার ২০০টি।

এছাড়া এসএসসি/দাখিল ভোকেশনালে ৩৯ হাজার ৫৬০টি বইয়ের চাহিদার বিপরীতে বই পাওয়া গেছে ১৫ হাজার ৮২০টি।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, এখনও বই আসা অব্যাহত রয়েছে। সময়মত শিক্ষার্থীরা বই পাবে। বিদ্যালয়গুলোতে বই পাঠানো শেষ পর্যায়ে রয়েছে। এবারও বছরের প্রথম দিনে বই উৎসবের আয়োজন করা হবে। সেদিন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাক-প্রাথমিক, প্রাথমিক স্তর ও নৃগোষ্ঠীর বইয়ের চাহিদা ছিল ৯ লাখ ৩৪ হাজার ৮০৮টি। এখন পর্যন্ত বই এসেছে ৩৪ ভাগ। এর মধ্যে শিবগঞ্জে ৩ লাখ ৮১ হাজার ২৭৩ বইয়ের বিপরীতে বই এসেছে ৫৬ হাজার, চাঁপাইনবাবগঞ্জ সদরে ২ লাখ ৯৬ হাজার ৪০০ বিপরীতে ১ লাখ ৭৭ হাজার ৮৪০টি, গোমস্তাপুরে ১ লাখ ৪৬ হাজার বইয়ের বিপরীতে এসেছে ৪৮ হাজার বই, নাচোলে ১ লাখ ৯ হাজার ২০টি বইয়ের বিপরীতে এসেছে ১৯ হাজার ৬৫০টি ও ভোলাহাটে ৬৬ হাজার ২শ ৬১ চাহিদার বিপরীতে ৮ হাজার ৪৭৮টি বই এসেছে। এছাড়া নৃ-গোষ্ঠী এবং প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে ৮৫৪টি বইয়ের বিপরীতে সব বই এসেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম জানান, জেলার ৭শ ৫টি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে বইয়ের চাহিদার বিপরীতে বাকি বই আগামী সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি