বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কার্গোর তলা ফেটে মেঘনায় ছড়াচ্ছে ১১ লাখ লিটার ডিজেল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১২.২০২২

ডেস্ক রিপোর্ট:

ভোলার মেঘনা নদীতে এসভি সাগর নন্দিনী-২ নামের একটি ডিজেলবাহী জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জাহাজে থাকা ১২ জন নাবিকসহ সবাইকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ রোববার ভোর রাতে মেঘনা নদীর তুলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পদ্মা অয়েল কোম্পানির ১১ লাখ লিটার ডিজেল নিয়ে চট্টগ্রাম থেকে এসভি সাগর নন্দিনী-২ নামের জাহাজটি চাঁদপুর যাচ্ছিল। এ সময় নদীর মাঝখানে নোঙর করে রাখা অপর একটি কার্গোর সঙ্গে ধাক্কা লাগলে জাহাজটির তলা ফেটে যায়। পরে ধীরে ধীরে জাহাজটি ডুবে যায়।

কোস্টগার্ড জানিয়েছে, ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে এসভি সাগর নন্দিনী-২ এর সঙ্গে মাঝ নদীতে নোঙর করা আরেকটি কার্গোর ধাক্কা লাগে। এতে ডিজেলবাহী জাহাজটির তলা ফেটে যায়। তেল ছড়িয়ে পড়ে নদীতে।

খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে উদ্ধার করে বলে জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম সাফিউল কিঞ্জল।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড ও নৌ পুলিশের একটি দল তেল অপসারণের চেষ্টা চালাচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি