স্টাফ রিপোর্টার:
পশ্চিমবঙ্গের কোচবিহারের স্বপ্ন উড়ানের তোর্সা নাট্য উৎসবে রেপার্টরী গার্ডেন থিয়েটার কুমিল্লার গল্পকথা নাটকটির ২১তম সফল মঞ্চায়ন হয়।
ডিসেম্বরের ২৩ তারিখ সন্ধ্যা ৭.৪৫ মিনিটে মঞ্চস্থ হয় নাটকটি। একক নাটকটিতে একজন বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেন আতিকুর রহমান সুজন। একসাথে নয়টি চরিত্রে অভিনয় করেন তিনি। আতিকুর রহমান সুজনের রচনায় ও নির্দেশনায় এই নাটকের অন্যান্য কুশীলবগন হলেন হান্নান, শাহাদাৎ, পানসী, শম্পা,মারিয়া,ফারুক,বাঁধন,স্পন্দন। প্রোডাকশন ম্যানেজার ইফতেখার রুবেল বলেন এই নাটকে জীবনকে নতুন করে মানুষের সামনে নিয়ে আসাই আমাদের একান্ত লক্ষ্য। আমরা চাই মানুষ মানুষকে আরও কাছ থেকে জানুক ও বুঝোক। এটি তাদের ১ম প্রযোজনার ২১তম মঞ্চায়ন।
একজন বৃদ্ধের স্মৃতিচারণের গল্প এই গল্পকথা। ৭০ বছর বয়সে এসে নিঃসঙ্গ এই বৃদ্ধ তার অতীত জীবনের কথা মনে করে। ৭১ তম জন্মদিনে অতিথিদের সে তার জীবনের গল্প শোনায়। সে যখন যৌবন বয়সে ছিল, সেই গল্প। তার বাবা মা কে সে কখনো দেখতো না। অবহেলা আর অবজ্ঞায় সে তার কর্তব্য ও দায়িত্ব ভুলে গিয়েছিল। আজ এই সময়ে এসে তেমনি সে একা। প্রকৃতির এই খেলায় সেও পুতুল। এখানে রয়েছে জীবনের গল্প, ভালবাসার গল্প। মরা এবং বাঁচার গল্প। একজন বৃদ্ধ তার সমস্ত জীবনের গল্প বলে সবার কাছে। হয়তো সে আত্মসূচনা থেকে মুক্তি পায় বলে। কিন্তু শেষে এসে প্রশ্ন রাখে সবার কাছে, আসলে কি আমরা মুক্তি পাই? বৃত্তের বাইরে স্বপ্ন দেখার প্রত্যয় নিয়ে রেপার্টরী গার্ডেন থিয়েটার কুমিল্লা যাত্রা শুরু করে ২০১৯ সালে। সেই থেকে তারা দারুণ ভাবে এগিয়ে চলছে। ২০২৩ সালের ২৬ জানুয়ারি কলকাতায় ও এপ্রিলে পাঞ্জাবে গল্পকথার ২২ তম ও ২৩ ৩ম মঞ্চায়ন হবে বলে জানিয়েছেন নির্দেশক আতিকুর রহমান সুজন।