বৃহস্পতিবার,৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পৃথক অভিযানে ১৪২ কেজি গাঁজাসহ ৪ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০২২

স্টাফ রিপোর্টার:

পৃথক দুইটি অভিযানে কুমিল্লা সদর ও বুড়িচং উপজেলা থেকে ১৪২.৫ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি ও একটি ট্রাক জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ২৭ ডিসেম্বর সকালে সদরের আড়াইওড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০৬.৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর দক্ষিণপাড়া গ্রামের আঃ মোতালেবের ছেলে আবু কাইয়ুম (২৭)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

পৃথক অন্য আরেকটি অভিযানে র‌্যাব এর একটি আভিযানিক দল ২৭ ডিসেম্বর সকালে বুড়িচং উপজেলার নাজিরাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অভিনব কায়দায় লুকিয়ে গার্মেন্টস ঝুট মাল এর ভিতর মাদক পরিবহনের সময় ৩৬ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার রসুলপুর গ্রামের মৃত. আলফাজ উদ্দিন এর ছেলে মোবারক হোসেন (৪৭), রাজশাহী জেলার পবা থানার বসন্তপুর খামারপাড়া গ্রামের মোঃ মোকসেদ এর ছেলে মিঠু (৩০) এবং একই গ্রামের মৃত. আব্দুর রশিদ এর ছেলে মোঃ রাসেল ইসলাম (৩০)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

এসব ঘটনায় কোতয়ালী ও বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি