বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চাঁদপুরে ৪ কোটি টাকার চিনি পাচার, আটক ১২


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০২২

ডেস্কব রিপোর্ট:

চাঁদপুরে লাইটারেজ জাহাজ থেকে প্রায় ৪ কোটি টাকার চিনি অবৈধভাবে বিক্রি করে দিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। গত রোববার চাঁদপুরের মতলব উপজেলার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ওই ঘটনায় জাহাজের মাস্টার ও লেবারসহ ১২ জনকে আটক করেছে চাঁদপুরের নৌপুলিশ।

আজ মঙ্গলবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন,‘দেওয়ান মেহেদী-২ নামের লাইটারেজ জাহাজের মাস্টার ও লেবারসহ ১২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতরা চাঁদপুরের চোরাকারবারি জাহাঙ্গীর আলম মরু গাজীসহ ৪ জনের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আমরা তাদেরকে আটকের চেষ্টা করছি।’

নৌ পুলিশ জানায়, আকিজ গ্রুপ ভারত থেকে চিনি আমদানি করে। ২০ হাজার ৩০০ বস্তা চিনি চট্টগ্রাম বন্দর হয়ে পণ্যবাহী দেওয়ান মেহেদী-২ নামের লাইটার জাহাজে করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উদ্দেশ্যে রওনা হয়। চাঁদপুর উত্তর মতলবের মোহনপুরের মেঘনা নদীতে জাহাজটি নোঙ্গর করে ৮ হাজার বস্তা চিনি জাহাঙ্গীর আলম মরু গাজী নামের এক ব্যক্তি তার অন্য সহযোগীদের মাধ্যমে পাচারের পর অন্যত্র বিক্রি করে দেন। এই ঘটনায় আকিজ গ্রুপ অব কোম্পানির পক্ষ থেকে গত সোমবার মতলবের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়িতে মামলা হয়।

জাহাজের নাবিকদের দাবি, সংঘবদ্ধ একটি ডাকাতদল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে চিনিগুলো লুট করে নিয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ জাহাজের নাবিকরাই সুকৌশলে তা বিক্রি করেছে।

এ ঘটনায় জাহাজটির মালিকানা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এমএসটি মেরিন এন্টারপ্রাইজ লিমিটেডের নির্বাহী পরিচালক প্রদীপ চক্রবর্তী বলেন, জাহাজে নিরাপত্তার জন্য স্কট থাকার পরও কিভাবে কোটি কোটি টাকার চিনি খোয়া গেল, তা বুঝতে পারছি না। ইতোমধ্যে জাহাজের সকলকে আটক করেছে নৌপুলিশ। তারা তদন্ত করছে, আশা করছি দ্রুতই ঘটনার আদ্যোপান্ত জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি