শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার তদন্তে উঠে এলো নতুন তথ্য


অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার তদন্তে উঠে এলো নতুন তথ্য


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০২৩

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার তদন্তে উঠে এলো নতুন তথ্য। তুনিশার মৃত্যুর ঘটনায় তার সাবেক প্রেমিক শেজান খান এখন রয়েছেন জেল হেফাজতে। এবার প্রয়াত অভিনেত্রীর প্রেমিকের আইনজীবী দাবি করলেন, তুনিশার সঙ্গে তার পরিবারের সম্পর্ক মোটেই ভালো ছিল না।

আইনজীবী শৈলেন্দ্র মিশ্র দাবি, এত দিন যে ব্যক্তি নিজেকে তুনিশার মামা বলে পরিচয় দিয়ে এসেছেন, তিনি তার আসল মামা নন! ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল সোমবার সাংবাদিক বৈঠক করে ওই আইনজীবী বলেন, সঞ্জীব কৌশল নামে যে ব্যক্তি নিজেকে তুনিশার মামা বলে পরিচয় দিয়ে এসেছেন, তিনি অভিনেত্রীর আত্মীয় নন। এমনকি অভিনেত্রীর ‘মামা’র সঙ্গে তার মা বনিতা মিশ্রের ‘সম্পর্ক’ নিয়েও প্রশ্ন তুলেছেন শেজানের আইনজীবী।

তার দাবি, তুনিশার কষ্টার্জিত অর্থের হিসেব নিকেশ ইত্যাদি নিয়ন্ত্রণ করতেন। তার কথায়, সঞ্জীব কৌশল তুনিশার আত্মীয় নন। তা হলে তিনি কেন নিজেকে প্রয়াত অভিনেত্রীর মামা বলে দাবি করে আসছেন? বনিতা ও কৌশলের মধ্যে সম্পর্ক ঠিক কী?

তিনি এ-ও দাবি করেছেন যে, বনিতা একবার মেয়েকে চড় মেরেছিলেন। মেয়েকে শ্বাসরোধ করারও চেষ্টা করেছিলেন।

শৈলেন্দ্র বনিতা মিশ্রের করা ‘লাভ জিহাদের’ অভিযোগও উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, ‘তদন্তকারী দল শেজান ও তুনিশার মধ্যে হোয়াটসঅ্যাপ কথোপকথন পরীক্ষা করেছে। তাতে তারা সন্দেহজনক কিছু পাননি।

শেজানের বোন অভিনেতা ফলক নাজও তুনিশার মায়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, ভাই বা তার পরিবারের কেউ তুনিশাকে ধর্ম পরিবর্তন করতে জোর করেননি। এমনকি বোরখা পরতেও বাধ্য করেননি। তার দাবি, তুনিশা একটি শুটিংয়ে বোরখা পরেছিলেন। সেটা দিয়েই কেউ কেউ এমন ভুয়ো দাবি করেছেন।

এখন কে এই সঞ্জীব কৌশল, তার সঙ্গে মৃতা অভিনেত্রীর মায়ের সম্পর্ক ঠিক কী, এ নিয়েই প্রশ্ন উঠেছে।

প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের ১৫ দিন পর গত ২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে আত্মহত্যা করেন তুনিশা। যদিও একে ‘আত্মহত্যা’ বলে মানতে নারাজ তুনিশার মা। তার দাবি, প্রেমিক তথা সহ-অভিনেতা শিজানই তুনিশার মৃত্যুর জন্য দায়ী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি