শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


১২ শ কোটি টাকা আত্মসাত : ডকইয়ার্ড এমডির বিরুদ্ধে তদন্তের নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

প্রায় দেড় হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে আগামী ৯ মার্চের মধ্যে বিএফআইইউ, সিআইডি, দুদকসহ সংশ্লিষ্টদের তদন্ত করে ব্যবস্থা গ্রহণ ও প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ছাড়া জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিএফআইইউ, সিআইডি, দুদককে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, গত ৪ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ব্যাংক ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় হাজার কোটি টাকা হাতিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন ইয়াসিন চৌধুরী।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রতারণার অভিযোগে চট্টগ্রামে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তিনি দুবাইয়ে বিলাসী জীবন কাটাচ্ছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি