শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


নারী কনস্টেবলের ‘মিসফায়ার’, সিএমপির ৩ সদস্য গুলিবিদ্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বার্ষিক ফায়ারিং ট্রেনিংয়ে এক নারী কনস্টেবলের ‘মিসফায়ারে’ তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের চমেক হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, আকবরশাহ থানার কনস্টেবল মিনু আরা, বাকলিয়া থানার কনস্টেবল সুমন কান্তি দে ও অভি বড়ুয়া।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, গুলি ছোঁড়ার সময় এক নারী কনস্টেবল হঠাৎ অসুস্থ হয়ে ‘মিসফায়ার’ করে। এতে সিএমপির তিন সদস্য গুলিবিদ্ধ হন। তাদের চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক বলেন, ‘সিএমপির সদস্যদের নিয়ে বেতবুনিয়ায় বার্ষিক ফায়ারিং ট্রেনিং চলছিল। সেখানে এক নারী কনস্টেবল ফায়ারিংয়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এতে তার মিসফায়ারে সেখানে থাকা তিন কনস্টেবল আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি