শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রার্থিতা ফিরে পেতে ইসিতে হিরো আলমের আপিল


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০২৩

বিনোদন ডেস্ক:

বগুড়া ৪ (কাহালু-নন্দীগ্রাম) ও ৬ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন বহুল আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিএনপির এমপিদের পদত্যাগের ফলে শূন্য হওয়া ওই দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। কিন্তু রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে তার প্রার্থিতা মনোনয়নপত্র বাতিল হয়।

আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে ইসি কমিশন সচিবালয়ে আপিল আবেদন করেন হিরো আলম।
এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক সই থাকা বাধ্যতামূলক। কিন্তু দুই আসনে হিরো আলমের ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল পাওয়া গেছে। সেখানে কয়েকজন ভোটারের সমর্থন না পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘দুই আসনেই ১ শতাংশ ভোটারের সইয়ের কারণে আমার মনোনয়নপত্র বাতিল করেছে। তার জন্য আমি ইসির কাছে আপিল করলাম। আমার সব কাগজপত্র ঠিক আছে। উনারা যে ভুলটা ধরেছে একজন ভোটারের নাকি নম্বর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে দেখি ওই নম্বরটি আমি জমা দিই নাই।’

তিনি আরও বলেন, ‘২০১৮ সালের নির্বাচনেও একই ভুলের কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে হাইকোর্টে রিট করে মনোনয়নপত্র ফিরে পাই।’

গত বছরের ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগের ঘোষণা আসে। পরদিন বিএনপির ছয়জন সংসদ সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। একজন দেশের বাইরে থাকায় পরে পদত্যাগপত্র জমা দেন।

ঘোষিত তফসিল অনুযায়ী শূন্য হওয়া আসনগুলোয় নির্বাচন হবে আগামী ০১ ফেব্রুয়ারি। প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। সবকটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি