শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পাঁচ আসনের উপনির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা: ইসি রাশেদা


পাঁচ আসনের উপনির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা: ইসি রাশেদা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া পাঁচটি আসনের উপনির্বাচনে সিসিটিভি ক্যামেরা থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। আজ মঙ্গলবার বগুড়া-৪ এবং বগুড়া-৬ উপনির্বাচনের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, উপনির্বাচনে বাজেট কম থাকায় এই পাঁচটি আসনের কোনোটাতেই সিসিটিভি ক্যামেরা বসানো সম্ভব হচ্ছে না।

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য সব কিছু করবে নির্বাচন কমিশন বলেও জানান তিনি।
কিছুদিন আগে বিএনপি দলীয় সংসদ সদস্য পদত্যাগ করলে আসনগুলো শূন্য ঘোষণা করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি এসব আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩, ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও বগুড়া-৬।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি