শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নির্বাচন কমিশন কারো কাছে আত্মসমর্পণ করেনি: রাশেদা সুলতানা


নির্বাচন কমিশন কারো কাছে আত্মসমর্পণ করেনি: রাশেদা সুলতানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপনির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে পুরো নির্বাচনব্যবস্থা ভেঙে পড়েনি। নির্বাচন কমিশন ৩০০ আসনে ভোট করতে প্রস্তুত। এ জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, কতিপয় রাজনৈতিক দলের মধ্যে ইভিএম নিয়ে অনাস্থা সৃষ্টি হয়েছে। তবে ইভিএম নিয়ে অনাস্থা আনার মতো কোনো ঘটনা ঘটেনি। উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইসি সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রাজশাহী রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেনসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

আগামী ২৯ ও ৩০ জানুয়ারি ইভিএম দিয়ে পরীক্ষামূলক মক ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর পহেলা ফেব্রুয়ারি এ দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক লাঙ্গল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের নাবীউল ইসলাম টেলিভিশন ও আওয়ামী লীগের বিদ্রোহী খুরশিদ আলম বাচ্চু মাথাল, জাকের পার্টির প্রার্থী গোলাম মোস্তফা পেয়েছেন গোলাপ ফুল প্রতীক।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী কামরুজ্জামান খান টেলিভিশন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা সামিউল হক লিটন পেয়েছেন আপেল প্রতীক।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের মোট ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১ হাজার ১৭০ জন ও নারী ২ লাখ ৪ হাজার ২৮০ জন। ১৮০টি ভোট কেন্দ্রের ১ হাজার ২৩০টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৮৮৩ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। এই আসনে ১৭২টি ভোটকেন্দ্রের ১ হাজার ২৪০টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি