শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সরকারের ১৪ বছরে বদলে গেছে দাউদকান্দির গ্রামীণ জনপদের দৃশ্যপট


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০২৩

জাকির হোসেন হাজারী:
সরকারের নেয়া নানামুখি উন্নয়ন প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়ন হওয়ায় বদলে গেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গ্রামাঞ্চলের দৃশ্যপট। আর এই উন্নয়নের ছোঁয়া কুমিল্লার সব উপজেলায় লাগলেও একটু বেশিই লেগেছে দাউদকান্দি উপজেলায়। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসংখ্য প্রকল্প বাস্তবায়ন করায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ প্রতিটি খাতে যথাযথ কর্মপরিকল্পনার মাধ্যমে উন্নয়নে বদলে গেছে এখানকার রূপ। গত ১৪ বছরে প্রায় হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পাল্টে গেছে এ উপজেলার দৃশ্যপট। গ্রামে গ্রামে পাকা রাস্তা, শতভাগ বিদ্যুৎ ব্যবস্থা, সৌর বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে বদলে গেছে এখানকার মানুষের জীবনচিত্র।

পরিসংখ্যান মতে বর্তমান সরকারের উন্নয়ন বিগত দিনের রেকর্ড ছাড়িয়েছে। উন্নয়নের চলমান প্রক্রিয়ায় একাধিক নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন হওয়ায় জনগণ এর সুফল পাচ্ছে। অর্থাৎ স্বাধীনতার পর গত ১৪ বছরে বর্তমান সরকারের উন্নয়ন বিগতদিনের রেকর্ড ছাড়িয়ে গেছে। এসব উন্নয়ন প্রকল্পে বদলে গেছে পুরো দাউদকান্দি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি),বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায়ধীন প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানাযায়, উপজেলার ১৫টি ইউনিয়নে গত ১৪ বছরে প্রায় হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আমূল পরিবর্তন হয়েছে এ উপজেলার। এর মধ্যে সাড়ে ৫০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৪০.২৭ কিলোমিটার পল্লি সড়ক নির্মাণসহ আরো ৪০ কিলোমিটার সড়কের কাজ চলমান রয়েছে। ১১ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৫০ কিলোমিটার পল্লি সড়ক রক্ষণাবেক্ষণ করা হয়েছে। ১৩৭কোটি টাকায় ২৮৯২.৫ মিটার দৈর্ঘের ১২৬টি সেতু ও কালভার্ট নির্মিত হয়েছে। দাউদকান্দি বাজার থেকে বাতাকান্দি মোহনপুর লঞ্চঘাট সড়কের কদমতলী হাসনাবাদ নদীর উপড় ৬৬৬ মিটারের দুটি সেতু নির্মাণ চলমান রয়েছে।

প্রাথমিক শিক্ষায় শতভাগ শিশুর উপস্থিতি নিশ্চিত করতে এবং শিশুদের আনন্দময় শিক্ষা উপহার দিতে এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো নির্মাণ ও পুননির্মাণ করা হচ্ছে। গত ১৪ বছরে সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে উপজেলার ৮০টি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মান, ১৫টি বিদ্যালয়ের কক্ষ সম্প্রাসারণ এবং একটি রিসোর্স সেন্টার নির্মাণ করা হয়েছে। আরো ৩০ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের খেলার মাঠ ও বাউন্ডারি ওয়াল নির্মাণসহ মেরামতের কাজ এগিয়ে চলছে।

মাধ্যমিক স্তরের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা গভর্নেন্স প্রকল্পের আওতায় ২৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুমের সরঞ্জাম, ল্যাপটপ, প্রজেক্টর মেশিন দেয়া হয়েছে। এ ছাড়া বিজ্ঞান শিক্ষার প্রসারে বিজ্ঞানের যন্ত্রপাতিও দেয়া হয়েছে। ২.৬৬কোটি টাকা ব্যয়ে ৯টি ইউনিয়নের নতুন ভবন নির্মিত হয়েছে।

২০০৮ সালের আগে দাউদকান্দির যে জনপদ ছিলো অপেক্ষাকৃত অনুন্নত ও অবহেলিত সে জনপদ এখন উন্নয়নের মডেল। শুধু একজন মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় উন্নয়নের বদলে যাওয়া জনপদের নাম দাউদকান্দি। রাস্তা-ঘাট, অবকাঠামো, বিদ্যুৎ ব্যবস্থা, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ছাড়াও সব সেক্টরে এ উপজেলায় লেগেছে ব্যাপক উন্নয়নের ছোয়া। গ্রামের অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক সবখানে এখন মসৃন পথ। আর বিদ্যুতের আলো প্রান্তিক মানুষের ঘরে ঘরে।

এখানকার এ চিত্রপট পরিবর্তনের কারিগর মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি। ২০০৮ সালে এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই নির্বাচনী এলাকা দাউদকান্দির উন্নয়নে কাজ শুরু করেন তিনি। এরপর টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তাই তার প্রচেষ্টায় দাউদকান্দিতে এখন সর্বত্র উন্নয়নের দৃশ্যমান চিত্র।

খোঁজ নিয়ে জানা যায়, দাউদকান্দি-মেঘনা আসনটি বরাবরই ছিল বিএনপির দখলে। ধানের শীষের ঘাঁটি হিসেবে পরিচিতি ছিল। ২০০৮ সালে নৌকার গণজোয়ারের মধ্যে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সুবিদ আলী ভূইয়া । আর ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনেও ভোটযুদ্ধেই অবতীর্ণ হয়ে বিপুল ভোটে জয়ী হন তিনি। প্রথম এমপি হয়েই এলাকার উন্নয়নে নেমে পড়েন তিনি। শুধু তার প্রচেষ্টায় নানামূখি উন্নয়ন শুরু হয় এ উপজেলায়। বদলে যায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লা থেকে অলিগলি পর্যন্ত।

স্থানীয়রা বলছেন , বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দাউদকান্দি উপজেলায় অসংখ্য উন্নয়ন হয়েছে। গত ১২ বছরে এমন কোন এলাকা নাই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। যেখানে আগে কাঁচা রাস্তা পর্যন্ত ছিল না, সেখানে এখন মসৃণ পাকা সড়ক। ভাঙা-চোরা মাটির রাস্তার বদলে কার্পেটিং রাস্তা। ঘরে ঘরে বিদ্যুৎ। রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গেও নেই দাঙ্গা-ফ্যাসাদ, হানা-হানি! অনেকটাই শান্তিময় এখন এ উপজেলা। আর উপজেলার এ আমূল পরিবর্তনের ‘নায়ক’ সুবিদ আলী ভূইয়া এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় তিনি ও তাঁর ছেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমনের সঠিক নেতৃত্বের কারণে এসব উন্নয়ন সম্ভব হয়েছে।

গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়া জানান, বিগত ও বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক সহযোগীতায় শুধু দাউদকান্দি নয়, সারাদেশেই ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আগামি অর্থ বছরেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং বৃদ্ধি পাবে। তিনি বলেন, শুধু রাস্তা-ঘাট নয়, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং মাতৃত্বকালীন ভাতার সংখ্যাও বাড়ানো হয়েছে। এ উপজেলায় বাস্তবায়ন হয়েছে শতভাগ বিদ্যুতায়নের কাজ। আর আমাদেও গৌরীপুরবাসীর জন্য সবচেয়ে বড় উপহার হলো “ জেনারেল ভূইয়া পার্ক” । মাননীয় এমপি স্যারের একান্ত প্রচেষ্টায় দৃষ্টি নন্দন পার্কটির কাজ এখন শেষ পর্যায়।

এমপি সুবিদ আলী ভূইয়া জানান, সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রথমেই জানার চেষ্টা করেছি এলাকার জনগণের মৌলিক চাহিদা কি? তাদের প্রথম চাহিদা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। দ্বিতীয় চাহিদা হচ্ছে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তৃণমূল মানুষের চাহিদা বিবেচনা করে গত ১৪ বছরে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার চেষ্টা অব্যাহত রেখেছি। ব্যাপক উন্নয়ন হয়েছে। আর সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে উপজেলা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আমার নির্দেশ দেওয়া আছে। যে কেউ অপরাধ করলে আমার নিজ দলের হলেও কাউকে ছাড় দেওয়া যাবে না।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক সহযোগীতায় শুধু দাউদকান্দি-মেঘনা নয়, বৃহত্তর কুমিল্লাতে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আগামিতেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি