শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী রাখি সাওয়ান্তের মা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০২৩

বিনোদন ডেস্ক:

আলোচিত বলিউড অভিনেত্রী ও রিয়ালিটি শো স্টার রাখি সাওয়ান্তের মা জয়া দেবী মারা গেছেন। বেশ কয়েক মাস ধরেই ব্রেন টিউমার এবং ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রীর মা। ভর্তি ছিলেন মুম্বাইয়ে টাটা ক্যানসার হাসপাতালের আইসিইউতে। শনিবার সেখানেই মৃত্যু হয় তার।

জানা গেছে, প্রায় তিন বছর ধরে নানান রোগের আক্রান্ত ছিলেন রাখির মা। রীতিমতো মৃত্যুর সঙ্গে লড়াই করে আসছিলেন তিনি। বেশ কয়েক দিন ধরেই মায়ের সুস্থতা কামনায় তার ভক্ত-অনুরাগীদের প্রার্থনা চাচ্ছিলেন তিনি। তবে শেষরক্ষা হলো না, সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জয়া দেবী।

রাখি নিয়মিত মায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদকর্মীদের আপটেড দিতেন। সেইসঙ্গে মায়ের সুস্থতা কামনায় প্রার্থনা করতে বলতেন সবাইকে। এর আগে, বিগ বস সিজন-ফোর থেকেই বেরিয়ে জানিয়েছিলেন, যেকোনো সময় কিছু ঘটে যেতে পারে, সবাই প্রার্থনা করুন। আমার মা ভালো নেই।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে টিউমার অপারেশন হয়েছিল রাখির মা জয়ার। সে সময় চিকিৎসার সব খরচ বহন করেছিলেন অভিনেতা সালমান খান ও তার ভাই সোহেল খান। বরাবরই মায়ের চিকিৎসায় অভিনেত্রীর পাশে ছিলেন বলিউড ভাইজান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি