শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ধ্বংসস্তূপের নিচে ১২৮ ঘণ্টা ছিল ২ মাসের শিশু


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের সর্বদক্ষিণের প্রদেশ হাতাইয়ে ধসে পড়া ভবন থেকে ১২৮ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে দুই মাসের শিশুকে। তাকে উদ্ধারের সঙ্গে সঙ্গে হাত তালি ও হর্ষধ্বনিতে ফেটে পড়েন উপস্থিত উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শীরা।

তুরস্কের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ৬ ফেব্রুয়ারি স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়ে ছয় হাজার ভবন। বড় ভূমিকম্পের পর শতাধিক ছোট ছোট কম্পন অনুভূত হয় দেশটিতে। ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু হয়েছে ২৮ হাজারের বেশি মানুষের।

এ নিয়ে দুই দেশে শোকের পরিবেশের মধ্যে পাওয়া যাচ্ছে অলৌকিকভাবে বেঁচে থাকার খবর। তেমনই একটি ঘটনা ঘটেছে তুরস্কের সর্বদক্ষিণের প্রদেশ হাতাইয়ে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, প্রদেশটিতে ধসে পড়া ভবন থেকে ১২৮ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে দুই মাসের শিশুকে। তাকে উদ্ধারের সঙ্গে সঙ্গে হাত তালি ও হর্ষধ্বনিতে ফেটে পড়েন উপস্থিত উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শীরা।

তুরস্কে ভূমিকম্পের পাঁচ দিন পর শনিবার অনেককে জীবিত উদ্ধার করেন প্রচণ্ড শীত উপেক্ষা করে কাজ করে যাওয়া উদ্ধারকর্মীরা। দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়, শনিবার উদ্ধার হওয়া লোকজনের মধ্যে দুই বছরের মেয়েশিশু, ছয় মাসের অন্তঃসত্ত্বা ও ৭০ বছরের নারী রয়েছেন।

তুরস্ক ও পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় আঘাত হানা ৭.৮ মাত্রার ভূমিকম্পটি এ শতাব্দীর সপ্তম সর্বোচ্চ প্রাণঘাতী। ২০০৩ সালে ইরানে এক ভূমিকম্পে প্রাণ গিয়েছিল ৩১ হাজার মানুষের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি