শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা ৪৪ হাজার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় তুরস্ক ও সিরিয়ায় রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজারের কাছাকাছি পৌঁছেছে। এর মধ্য শুধু তুরস্কেই নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৪ জনে। আর সিরিয়ার নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮০০ জনে।

দুই দেশে এখনো উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকা বিধ্বস্ত হয়।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের মারমারায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে অন্তত ১৮ হাজার মানুষের মৃত্যু হয়। চলতি সপ্তাহে তুরস্কের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্প, ১৯৯৯ সালের ভূমিকম্পের চেয়েও তিন গুণ বেশি শক্তিশালী ছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি