শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিধ্বস্ত এলাকায় ৩০ হাজার বাড়ি নির্মাণের ঘোষণা তুরস্কের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হওয়া তুরস্কের দক্ষিণাঞ্চলে ৩০ হাজার নতুন বাড়ি নির্মাণ করা হবে। আগামী মার্চ মাস থেকেই এই বাড়ি নির্মাণের কাজ শুরু হবে। তুরস্কের পরিবেশ, নগরায়ন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুরাত কুরুম শুক্রবার এই ঘোষণা দিয়েছেন।

খবরে জানানো হয়েছে, গত ৬ই ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৯০ হাজারেরও বেশি ভবন ধ্বংস হয়েছে কিংবা ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ছিল ৩ লাখ ৪৫ হাজার ফ্ল্যাট। এসব ভবন পুরোপুরি ধ্বংস করে ফেলা হবে। এরপর সেখানে নতুন করে ৩০ হাজার ভবন নির্মাণ করবে তুরস্ক সরকার। সমস্ত ভূমিকম্প-বিধ্বস্ত প্রদেশে নতুন বসতি স্থাপনের এলাকা চিহ্নিত করা হয়েছে।

মুরাত কুরুম বলেন, নির্মাণ কাজ মার্চের মধ্যে চালু করা হবে। নতুন নির্মাণের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। যে প্রদেশগুলিতে ৬ই ফেব্রুয়ারির ভূমিকম্পের ফলে প্রায় ৪০ হাজার মানুষ মারা গেছেন, সেসব এলাকায়ই এসব ভবন নির্মাণ হবে।

তিনি আরও জানান, নতুন ভবনগুলো তিন থেকে চার তলার বেশি হবে না। পাশাপাশি এগুলো নির্মাণ হবে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও রীতিনীতি অনুযায়ী।

তুরস্কের এই মন্ত্রী সাম্প্রতিক দুর্যোগটিকে তুরস্কের গত একশ বছরের ইতিহাসের সবথেকে ভয়াবহ বিপর্জয় বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, সাত হাজারেরও বেশি বিশেষজ্ঞ ক্ষয়ক্ষতি নিরূপণে নিয়োজিত রয়েছেন। এখন পর্যন্ত প্রায় সাত লাখ ভবনের প্রায় ৩০ লাখ অ্যাপার্টমেন্ট পরিদর্শন করা হয়েছে। এরমধ্যে ৯০ হাজার ৬০৯টি ভবন ধ্বংস হয়েছে বা এমনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে যা ভেঙে ফেলা জরুরি। ক্ষতিগ্রস্থ ভবনগুলোতে অ্যাপার্টমেন্ট সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার।

গত ৬ই ফেব্রুয়ারির ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তুরস্কের কাহরামানমারাস প্রদেশ। দেশটির মোট ১০ প্রদেশে ভয়াবহ ক্ষতি সাধন হয়েছে। এগুলো হলো, আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, হাতায়, গাজিয়ানটেপ, মালটিয়া, কিলিস, ওসমানিয়ে, এলাজিগ এবং সানলিউরফা। তুর্কি কর্মকর্তারা বলছেন, বিধ্বংসী ভূমিকম্পে দেশটির এক কোটি ৩০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি