শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে মা ও দুই মেয়ে দগ্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০২৩

ডেস্ক রিপোর্টঃ

সাভারের বিশমাইল এলাকার একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে মা ও দুই মেয়ে দগ্ধ হয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে বিশমাইলের আমতলা এলাকার একটি দুতলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন ইয়াসমিন (৪০), তার দুই মেয়ে শিমু (১৭) ও লতিফা (১৩)।

আশঙ্কাজক অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা ইয়াসমিনের খালাতো ভাই মো. সোজা মিয়া জানান, তারা বিশমাইল আমতলা এলাকার পাশাপাশি বাড়িতে ভাড়া থাকেন। স্থানীয় একটি পোশাক তৈরির কারখানায় কাজ করেন ইয়াসমিন ও তার বড় মেয়ে শিমু। ভোরে তারা কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন ছোট মেয়ে লতিফা রান্নাঘরে যায় রান্না করতে। দিয়াশলাই জ্বালাতেই রান্নাঘরে বিকট বিস্ফোরণ হয়। চিৎকার শুনে তিনি গিয়ে দেখেন, তাদের তিনজনের শরীরে আগুন জ্বলছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে জানান, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। সবারই শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি