শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ২ নৌকার মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃ’ত্যু


ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ২ নৌকার মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃ’ত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০২৩

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ২ নৌকার মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১ জন।

বুধবার (১ মার্চ) দুপুরে নবীনগর উপজেলার শীতারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদীর মির্জাচর এলাকার ওমর ফারুক মিয়ার ছেলে হাফেজ মাহমুদুল্লাহ (২২) ও নবীনগর উপজেলার বড়াইল গ্রামের প্রহল্লাহ মেয়ে ও বড়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রাত্রি চৌধুরী (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা নরসিংদীর বাঁশগাড়ি যাচ্ছিলো। শ্রীতারামপুর নামকস্থানে পৌঁছালে বিপরীত দিকে আসা ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে নৌকাটি তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়।

নিহত রাত্রির মা সন্ধ্যা রানী বলেন, রাত্রি স্কুলে ছুটি নিয়ে দাদা বাড়ি বাঁশগাড়ি যাচ্ছিল। নৌকায় ২০-২৫ জন ছিল।

নিহত মাহমুদুল্লাহ’র চাচাতো ভাই বলেন, সে একটি মসজিদে ইমামতি করতেন।

নবীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল বলেন, ট্রলার ডুবির ঘটনায় দু’জন মারা গেছে। এ ঘটনায় ১ জন নিখোঁজ রয়েছেন। নৌকায় থাকা অন্যরা সাঁতার কেটে তীরে উঠলেও ২ জন পানিতে ডুবে যায়। স্থানীয়রা ২ জনের লাশ উদ্ধার করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি