রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » ‘কনসার্ট ফর জাস্টিস’ শিরোনামে কুবিতে এক ভিন্নধর্মী প্রতিবাদ কর্মসূচি


‘কনসার্ট ফর জাস্টিস’ শিরোনামে কুবিতে এক ভিন্নধর্মী প্রতিবাদ কর্মসূচি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৩.২০২৩

আতিকুর রহমান তনয়, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের তিন নেতাকর্মীকে মারধরের ঘটনার বিচারের দাবিতে ‘কনসার্ট ফর জাস্টিস’ শিরোনামে কনসার্ট আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ সংলগ্ন রাস্তায় এই কনসার্ট শুরু হয়।

কবিতা আবৃত্তি দিয়ে শুরু হয় কনসার্টটি। পরবর্তীতে গিটারের তারে সুর তোলা হয় আমাদের জাতীয় সঙ্গীতের। আপেল মাহমুদের লেখা ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ গান দিয়ে শুরু হয় গানের পালা। হায়দার হোসেনের ‘ফাইসা গেছি’, কাজী নজরুল ইসলামের ‘কান্ডারী হুশিয়ার’-সহ কয়েকটি গান পরিবেশনের পর সবশেষে লালন শাহের ‘খাঁচার ভেতর অচিন পাখি’ গানের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয় কনসার্টটি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কনসার্টটিতে গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।

কনসার্ট শেষে আন্দোলনের মুখপাত্র জাহিদুল ইসলাম বলেন, ‘দায়িত্ব পালনে ব্যর্থ, অদক্ষ, অযোগ্য প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানাকে এই ছাত্রসমাজ আজ এই প্রতিবাদের মঞ্চ থেকে অবাঞ্চিত ঘোষণা করলো এবং সেই সাথে আগামী রবিবার দুপুর বারোটার মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি না নিলে ছাত্রসমাজ কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হবে।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের তিন নেতাকর্মীকে মারধরের ঘটনায় বিচারের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা। যার মাঝে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে বসে বই পড়া ছিলো আরেকটা নতুন ধরনের কর্মসূচি। তিন দিনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই কনসার্ট তাদের সর্বশেষ কার্যক্রম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা নতুন কর্মসূচি ঘোষণা করেননি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি