রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার দেবিদ্বারে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০২৩


মোঃ জামাল উদিন দুলাল :

কুমিল্লার দেবিদ্বার উপজেলা কৃষি অফিসের আয়োজন সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিন হাজার দুইশত কৃষকদের উচ্চ ফলনশীল বীজ ও সার বিতরণ করা হয়েছে৷

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল৷ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার বানিন রায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য মোঃ বাবুল হোসেন রাজু, মহিলা সদস্য শিরিন সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি একেএম মনিরুজ্জামান মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল চৌধুরী, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, সহ আরো অনেকে প্রমূখ। অনুষ্ঠানে প্রতিটি কৃষক এর মাঝে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি সার ও ডিএপি ১০ কেজি করে বিতরন করা হয়৷



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি