শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে ১১৬টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০২৩

মো. জামাল উদ্দিন দুলাল:

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বেলা ১১টায় উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবাহী অফিসার ডেজী চক্রবর্তী সভাপতিত্বে এবং
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ এর সঞ্চালনায় এবং সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা – ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল এমপি। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য মোঃ বাবুল হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা মহিলা সভানেত্রী ও জেলা পরিষদ সংরক্ষিত আসনের সদস্য শিরিন সুলতানা, উপজেলা আওয়ামী সিনিয়র সহ-সভাপতি একেএম মনিরুজ্জামান মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল চৌধুরী, প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামীম সহ আরো অনেকে প্রমূখ।

এদিকে উপস্থিত বক্তারা বলেন, সরকার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ দিচ্ছে, ডিজিটাল বাংলাদেশে কোমলমতি শিক্ষার্থীদের সুন্দর, আদর্শবান ও সু-শিক্ষাশ গড়ে তোলতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি