রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পড়াশোনা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা


পড়াশোনা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০২৩

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর কদমতলী থানা এলাকায় পড়াশোনা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে মোছা. সাজিদা নূর (১৪) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২০ মার্চ) বিকেলে কদমতলীর নামা শ্যামপুর মসজিদ রোড এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. সালাউদ্দিন জানান, তার মেয়ে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। পড়াশোনার জন্য মায়ের বকুনিতে অভিমান করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে খবর পেয়ে বাসায় ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। বর্তমানে নামা শ্যামপুরের মসজিদ রোড এলাকার নিজ বাসায় পরিবার নিয়ে থাকেন। সাজিদারা দুই ভাই-বোন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি মায়ের বকুনিতে ওই শিক্ষার্থী অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি