সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাতিল হচ্ছে সাদিয়ার পাইলট সনদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৩.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বিমানের ফাস্ট অফিসার সাদিয়া ইসলামের পাইলট সনদ বাতিল হচ্ছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে প্রাথমিকভাবে তাকে বহিষ্কার করা হয়েছে।

বেবিচকের কর্মকর্তারা জানান, ফ্লাইং একাডেমির সনদ অনুযায়ী বেবিচক সাদিয়াকে পাইলটের সনদ দেয়। কিন্তু মানবিক বিভাগে পড়াশোনা ও জাল সার্টিফিকেট বিষয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ এরই মধ্যে উঠেছে। এ ঘটনায় তার পাইলট সনদ বাতিল করা হচ্ছে। এমনকি পাইলটদের শিক্ষা সনদ যাচাইয়ে মঙ্গলবার বেবিচক থেকে সব এয়ারলাইন্সকে এক যোগে চিঠি দিবে।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম. মফিদুর রহমান জানান, ফ্লাইং ক্লাবের প্রশিক্ষণে উত্তীর্ণ সার্টিফিকেট অনুযায়ী সাদিয়া ইসলামকে পাইলট সনদ দেওয়া হয়েছিল। এখন তার বিরুদ্ধে স্কুল ও কলেজের শিক্ষা সনদ জাল করাসহ নানা প্রশ্ন উঠেছে। এ কারণে তার পাইলট সার্টিফিকেট (সনদ) বাতিল করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানান তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব কর্মকাণ্ড থেকে প্রাথমিকভাবে সাদিয়াকে বহিষ্কার করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও প্রধান সিইও মো. শফিউল আজিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, দেশের সব এয়ারলাইন্স, হেলিকপ্টার অপারেটর এবং ফ্লাইং একাডেমিকে পাইলটদের একাডেমিক সার্টিফিকেট যাচাইয়ের জন্য চিঠি দিয়েছে বেবিচক। মঙ্গলবার এ চিঠি দেওয়া হয়। আগামী ৩১ মের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সাদিয়া বিমানের চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন সাজিদ আহমেদের স্ত্রী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি