রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০২৩

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লা দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কমর্সুচী মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ নানা কর্মসূচী পালন করেছে। রোববার ভোর ৬টায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। মহান স্বাধীনতা সংগ্রামের আত্মদানকারী শহীদদের স্মরনে দেবিদ্বার উপজেলায় বঙ্গবন্ধুর ম্রুালে এবং বদ্ধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, দেবিদ্বার প্রেসক্লাব সহ সামাজিক সংগঠন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা’র সভাপতিত্বে কুচকাওয়াজ বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ ( ওসি) কমল কৃষ্ণ ধর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি একেএম মনিরুজ্জামান মাষ্টার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল চৌধুরী, পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী শিরিন সুলতানা, জেলা পরিষদ সদস্য মোঃ বাবুল হোসেন রাজু, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ সভাপতি আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগ আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল সহ আরো অনেকে প্রমূখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি