রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ট‌্যাং কারখানায় অ‌ভিযান, ১ লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০২৩

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে রমজানের ৬ষ্ঠ দিনেও অ‌ভিযান চালিয়ে ট‌্যাং কারখানায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র।

বুধবার (২৯ মার্চ) সকাল ১১টায় কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা নগরীর বি‌সিক এলাকায় ইফতা‌রি সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠা‌নে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করেন ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র।কর্তৃপ‌ক্ষের অনু‌মোদন না থাকা, ল‌্যা‌বে মেয়াদ উত্তীর্ণ কেমিক‌্যাল ব‌্যবহার করা ও ওজ‌নে কারচূ‌পির ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মেসার্স আজাদ ফুড না‌মের এক‌টি ট‌্যাং প্রস্তুতকারক প্রতিষ্ঠান‌কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এসময় সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি