শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দমদম আন্তর্জাতিক নাট্য উৎসবে কুমিল্লার গার্ডেন থিয়েটারের গল্পকথা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৪.২০২৩

স্টাফ রিপোর্টার:

সংস্কৃতি দপ্তর, দক্ষিণ দমদম পৌরসভার আয়োজনে এবং দক্ষিণ দমদম সংস্কৃতি চর্চা কেন্দ্রের সহযোগিতায় নবম বর্ষ দক্ষিণ দমদম আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৩ – এ ৩ এপ্রিল সন্ধ্যা ৬.৩০ মিনিটে অজিতেশ মঞ্চে রেপার্টরী গার্ডেন থিয়েটার কুমিল্লার প্রথম প্রযোজনা গল্পকথার ২৮তম প্রর্দশনী গল্পকথা।

একক নাটকটিতে একজন বৃদ্ধের ভূমিকায় অভিনয় করবেন আতিকুর রহমান সুজন। একসাথে নয়টি চরিত্রে অভিনয় করবেন তিনি। আতিকুর রহমান সুজনের রচনায় ও নির্দেশনায় এই নাটকের অন্যান্য কুশীলবগন হলেন হান্নান, শাহাদাৎ, পানসী, শম্পা,মারিয়া,ফারুক,বাঁধন,স্পন্দন।

প্রোডাকশন ম্যানেজার ইফতেখার রুবেল বলেন এই নাটকে জীবনকে নতুন করে মানুষের সামনে নিয়ে আসাই আমাদের একান্ত লক্ষ্য। আমরা চাই মানুষ মানুষকে আরও কাছ থেকে জানুক ও বুঝোক। মোহাম্মদ হান্নান বলেন নাটকটি জীবনের কথা বলে। যেখানে আমরা জীবনের সাথে লুকোচুরি খেলছি জীবনকে পাওয়ার তরে। এটি তাদের ১ম প্রযোজনার ২৯ তম মঞ্চায়ন। একজন বৃদ্ধের স্মৃতিচারণের গল্প এই গল্পকথা। ৭০ বছর বয়সে এসে নিঃসঙ্গ এই বৃদ্ধ তার অতীত জীবনের কথা মনে করে। জন্মদিনে অতিথিদের সে তার জীবনের গল্প শোনায়। সে যখন যৌবন বয়সে ছিল, সেই গল্প। তার বাবা মা কে সে কখনো দেখতো না। অবহেলা আর অবজ্ঞায় সে তার কর্তব্য ও দায়িত্ব ভুলে গিয়েছিল। আজ এই সময়ে এসে তেমনি সে একা। প্রকৃতির এই খেলায় সেও পুতুল। এখানে রয়েছে জীবনের গল্প, ভালবাসার গল্প। মরা এবং বাঁচার গল্প। একজন বৃদ্ধ তার সমস্ত জীবনের গল্প বলে সবার কাছে। হয়তো সে আত্মসূচনা থেকে মুক্তি পায় বলে। কিন্তু শেষে এসে প্রশ্ন রাখে সবার কাছে, আসলে কি আমরা মুক্তি পাই? বৃত্তের বাইরে স্বপ্ন দেখার প্রত্যয় নিয়ে রেপার্টরী গার্ডেন থিয়েটার কুমিল্লা যাত্রা শুরু করে ২০১৯ সালে। সেই থেকে তারা দারুণ ভাবে এগিয়ে চলছে। এপ্রিলের শেষের দিকে ভারতের পাঞ্জাবে ৩০তম প্রর্দশনী হবে বলে জানিয়েছেন নির্দেশক আতিকুর রহমান সুজন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি