শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » ‘শিশুকে দিয়ে উদ্দেশ্যমূলক মিথ্যা কথা বলিয়ে শিশুর সরলতার অপব্যহার’


‘শিশুকে দিয়ে উদ্দেশ্যমূলক মিথ্যা কথা বলিয়ে শিশুর সরলতার অপব্যহার’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০২৩

স্টাফ রিপোর্টারঃ

শিশুকে অপরাজনীতির বলি করে যে মিথ্যা প্রচারনার সংবাদ-কৌশল গ্রহণ করেছে দৈনিক প্রথম আলো তা কোনভাবেই একাত্তরের চেতনা প্রসুত নয়। এতে করে ক্ষুন্ন হয়েছে শিশুর অধিকার। শিশুকে দিয়ে উদ্দেশ্যমূলক মিথ্যা কথা বলিয়ে শিশুর সরলতার অপব্যহার করা হয়েছে।

এর তীব্র প্রতিবাদ জানিয়ে শিশু সাহিত্যিক, শিশু সংগঠক ও নতুন প্রজন্মের শিশু সন্তানরা একত্রিত হয়ে মঙ্গলবার বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। শিশুদের ব্যবহার করে দৈনিক প্রথম আলো পত্রিকা কর্তৃক বাংলাদেশের স্বাধীনতাকে কটাক্ক করায় উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিরা কবিতা ও গানের মাধ্যমে দৈনিক প্রথম আলো ও এর পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ধিক্কার জানায়।

এ সময় বক্তারা বলেন, দৈনিক প্রথম আলো এর রকম দেশবিরোধী কার্যক্রম ইতোপূর্বেও অনেকবার করে জাতিকে হেয় করেছে। মানববন্ধনে বক্তারা সাংবাদিকতার নামে শিশুদের নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে যথাযথ বিচারের দাবি করেন।

কবি আসলাম সানির সভাপতিত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চলচ্চিত্র অভিনেতা আহসানুল হক মিনু, বীর মুক্তিযোদ্ধা বিচ্ছু জালাল শিশু সাহিত্যিক সুজন বড়–য়া, ছড়াকার আতিউর রহমান, নাট্যজন এডভোকেট লুতফুল আহসান বাবু, নৃত্যজন আতিকুর রহমান উজ্জ্বল , ড. শাহাদাত হোসেন নিপু, নাট্যজন, সংগঠক কবি হানিফ খান, কবি বাপ্পী রহমান, কবি আব্দুল গনি মিয়া, প্রকাশক আবুল হোসেন, শিশু সাহিত্যিক নাফ এ নজরুল, মঈন মোরসালিন, আবৃত্তিজন সৈয়দ একতেদার আলী, লেখক সম্পাদক ত্বকী উদ্দিন, কবি মো: আব্দুল মজিদ, কবি হেনা খানসহ প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি