শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


১০ আরোহী নিয়ে জাপানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওকিনাওয়া দ্বীপের কাছে দেশটির একটি সামরিক হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা ১০ আরোহীর এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি।

দেশটির কর্মকর্তারা বলেছেন, উদ্ধার অভিযানের সময় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। টোকিওতে দেশটির সামরিক বাহিনীর জেনারেল ইয়াসুনোরি মরিশিতা সাংবাদিকদের বলেন, আমাদের ধারণা একটি বিমান দুঘর্টনা হয়েছে।

ইউএইচ–৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টারটি গতকাল বৃহস্পতিবার মিয়াকো দ্বীপের কাছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, চার ব্লেড, দুই ইঞ্জিনবিশিষ্ট হেলিকপ্টারটি জাপানের গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স (জিএসডিএফ) পরিবহনের কাজে ব্যবহার করতো। এটি স্থানীয় সময় ৩টা ৫৫ মিনিটে নিখোঁজ হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ হওয়া হেলিকপ্টারটি ওই এলাকায় টহল দিচ্ছিল। হেলিকপ্টারটির সন্ধানে অভিযান পরিচালনা করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি