শুক্রবার,৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


২২ বছর পর লাশ হয়ে দেশে ফিরছেন কুয়েত প্রবাসী মেজবাহ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৪.২০২৩

ডেস্ক রিপোর্ট:

ভাগ্যের চাকা ঘোরাতে বহু আগ থেকে বিদেশে পাড়ি জমান বাংলাদেশিরা। কারও ভাগ্যের চাকা ঘোরে আবার কারও চাকা ঘোরানোর আগেই দেশে ফিরতে হয় লাশ হয়ে। তেমনি একজন কুয়েত প্রবাসী বরিশাল সদর উত্তর আলেকান্দা এলাকার মেজবাহ উদ্দিন।

২২ বছর আগে জীবিকার তাগিদে কুয়েত পাড়ি জমান তিনি। কাজ করেন দেশটির বিভিন্ন কোম্পানিতে। টাকা কামিয়েছেন ঠিকই, কিন্তু হাসিমুখে দেশে ফেরার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মেজবাহ।

গত ১৯ মার্চ কুয়েতে এক সড়ক দুর্ঘটনায় মারা যান মেজবাহ। তার মরদেহ মর্গে পড়ে থাকলেও কেউ জানতো না তিনি মারা গেছেন। তার আত্মীয়-স্বজনরা বহু খোঁজাখুঁজি করেও তারা কোনো সন্ধান পায়নি।

নিহত মেজবাহ উদ্দিনের মামাতো ভাই রিসাত বলেন, ‘মেজবাহ কুয়েতে আসার পরে ২২ বছর ধরে দেশে যায়নি। নিখোঁজ হওয়ার পর আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও খোঁজ মেলেনি।’

তিনি আরও বলেন, ১৫ দিন আগে দূতাবাসের মাধ্যমে জানতে পেয়েছি তিনি আর বেঁচে নেই। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার মরদেহ দেশটির সোবাহান মেডিকেলের হিমঘরে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি