বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


একাধিক নথি ফাঁস: যুদ্ধ থেকে পিছু হটতে পারে কিয়েভ


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

একাধিক নথি ফাঁস হওয়ায় রুশ বিরোধী পাল্টা অভিযানে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে ইউক্রেন। এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ থেকে পিছু হটতে পারে কিয়েভ, এমন শঙ্কা ওয়াশিংটনের।

বুধবার (১২ এপ্রিল) সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি জানানো হয়। বলা হয়, আসছে মে মাসের শেষ নাগাদ ইউক্রেনের স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ কমে আসবে। এ অবস্থায় রাশিয়া বিমান হামলা বাড়ালে কিয়েভ তার প্রতিরক্ষা ক্ষমতা হারাবে।

এদিন সবশেষ ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, কেবল অস্ত্রসহায়তা নয়, ইউক্রেনকে সাহায্য করতে দেশটিতে লড়ছে পশ্চিমা দেশগুলোর স্পেশাল ফোর্সের সদস্যরাও। এসব দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়াও আছে যুক্তরাজ্য, লাটভিয়া ও ফ্রান্সের সেনারা। তবে এসব তথ্যে ত্রুটি আছে বলে দাবি যুক্তরাজ্যের। এদিকে, তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত নথি ফাঁসের উৎস বের করতে পারেনি পেন্টাগন। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চরম হুমকির মুখে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা বিভাগের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি