শনিবার,১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুুমিল্লায় কুরআনের নূর প্রতিযোগীতার সমাপনি অনুষ্ঠান সম্পন্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৪.২০২৩

স্টাফ রিপোর্টার:

সার্ভিং ক্লাব ও এইচ এম ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত শুভ ডেভেলপারস (প্রা:) লিঃ নিবেদিত কুরআনের নূর প্রতিযোগীতার সমাপনি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকাল ৫টায় নগরীর যিন নূরাইন মডেল মাদরাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে কুরআনের নূর প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ২ জন হাফেজ ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শওকত আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা লাইফ ইন্সুরেন্সের নির্বাহী পরিচালক আবুল কালাম, ১৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, কাটাবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, শুভ ডেভেলপারস (প্রা:) লিঃ এর পরিচালক মোঃ হানিফ মিয়া ও মোঃ এ.কে আজাদ, সার্ভিং ক্লাবের উপদেষ্টা সৈয়দ আবু-সোহরাব আহাম্মেদ।

এই অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলেন- দৈনিক আজকের কুমিল্লা, ডেইলি বাংলাদেশ মিরর ও চ্যানেল বাংলাদেশ।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন- সার্ভিং ক্লাবের চেয়ারম্যান মোঃ তারেক হোসেন এবং সভাপতি সৈয়দ ইমরান আহাম্মেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সার্ভিং ক্লাবের প্রতিষ্ঠাতা প্রিতম দে, সাবেক সভাপতি এ.এস.এম ফয়সাল ও সংগঠনের সদস্যবৃন্দ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি