কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বুড়িচং- ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) কুমিল্লার আলেখারচর বিশ্বরোড সংলগ্ন জমজম রেস্টুরেন্টে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক তাহারাতবির হোসেন পাপন মিয়াজী সঞ্চালনায় ও সাবেক সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের এমপি এডভোকেট আবুল হাসেম খান।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা- ৫ আসনের এমপি এডভোকেট আবুল হাসেম খান বলেন, পাকিস্তান আমলে আমরা যারা ছিলাম তারা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করার অনেক কম সুযোগ পেতো। কিন্তু এখন জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হচ্ছে। প্রতিটি গ্রাম, প্রতিটি উপজেলার অনেকেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে এবং তারা এই দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে। আশা করি বুড়িচং ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীরা এভাবেই ঐক্যবদ্ধ হয়ে জাতির অগ্রযাত্রায় ভুমিকা রাখবে, নেতৃত্ব দিবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুস সালাম বেগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবু মূসা, ময়নামতি কলেজের সাবেক অধ্যক্ষ মুজিবুর রহমান সহ সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বুড়িচং- ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট এসোসিয়েশন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।


























































