শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মেসির নামে বার্সেলোনায় জাদুঘর করার প্রস্তাব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০২৩

স্পোর্টস ডেস্ক:

চলতি মৌসুম শেষেই প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি শেষ হবে লিওনেল মেসির। গণমাধ্যমের খবর অনুযায়ী, ফরাসি ক্লাবটির সঙ্গে আর চুক্তি নবায়ন করতে আগ্রহী নন মেসি। তাকে পেতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ইউরোপেরই কয়েকটি ক্লাব। তবে দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনায় ফেরার গুঞ্জনই সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে। যদিও বার্সেলোনার নাজুক অর্থনৈতিক পরিস্থিতির কারণে সেটি সহজ নয়।

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস মেসিকে আনার ‘সম্ভাব্য পরিকল্পনা’ সাজিয়েছেন এমন খবর প্রকাশ পাওয়ার পর জনপ্রিয় স্প্যানিশ গণমাধ্যম এএস একটি উপায় বের করেছে। এই পদ্ধতি অনুসরণ করলে মেসিকে আনার অর্থ উঠে যাবে।

উপায়টি হচ্ছে, ক্যাম্প ন্যু’র পাশে অবস্থিত বিখ্যাত যুব একাডেমির পুরোনো সদর দপ্তর লা মাসিয়াকে মেসির নামে উৎসর্গ করে জাদুঘরে রুপান্তরের পরিকল্পনা করা যেতে পারে। বিষয়টিকে বাস্তবে রূপ দেয়ার জন্য এরই মধ্যে টেলিযোগাযোগ সংস্থা টেলিফোনিকার সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।

গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পনা হচ্ছে জাদুঘরটি হলে সেটি হাজার হাজার পর্যটক এবং ভক্তদের আকৃষ্ট করবে। যেটি একটি ধারাবাহিক আয়ের পথ তৈরি করবে এবং বার্সেলোনা মেসিকে সই করানোর জন্য আর্থিকভাবে সক্ষমতা অর্জন করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি