বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চাকরিচ্যুত নন, অব্যাহতি পেয়েছেন মানবিক পুলিশ শওকত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৪.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ‘মানবিক পুলিশ শওকত চাকরিচ্যুত’। কিন্তু বিষয়টি সত্য নয়। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কনস্টেবল শওকত হোসেনকে চাকরিচ্যুত করা হয়নি। তিনি নিজে থেকে অব্যাহতি চেয়েছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে তিনি বাংলাভিশনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মানবিক কাজের জন্য দায়িত্বে ঠিক মতো সময় দিতে না পারায় অব্যাহতি চেয়েছেন। সেখানে কারণ দেখিয়েছেন মানবিক কাজ ও দায়িত্ব একই সঙ্গে ঠিক মতো করতে পারছেন না। তাই চাকরি ছাড়তে চান।

এছাড়া নিজের ফেসবুক পেইজ- মানবিক শওকত’এ লেখেন ‘কখনো ভালো কিছুর জন্য ত্যাগ স্বীকার করতে হয় ৷ তাই সেচ্ছায় নিজেকে সরিয়ে নিলাম ৷ ইনশাআল্লাহ মানবতার কল্যানে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো — শওক ‘।

এদিকে গত ১৬ এপ্রিল তার অব্যাহতি প্রদানের আদেশে স্বাক্ষর করেন সিএমপির বন্দর বিভাগের উপকমিশনার শাকিলা সোলতানা। আদেশের কপি সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের দপ্তরে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, ‘৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ ছাড়া অভিযুক্ত (শওকত হোসেন) শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকায় এবং বেওয়ারিশ মানুষ নিয়া মানবিক কার্যক্রমে ব্যস্ত থাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করা তার পক্ষে সম্ভব নয় এমন বক্তব্য লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানোর পর তাকে অব্যাহতি প্রদান করা হয়।’

এর আগে মানবিক কাজের জন্য তিনি কর্মস্থলে উপস্থিত না হতে পারায় কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়।

২০১৯ সালে তৎকালীন সিএমপি কমিশনার মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদেশে মানবিক পুলিশ ইউনিটের যাত্রা শুরু হয়েছিল। তখন কমিশনার ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকাও দিয়েছিলেন।

বেওয়ারিশ মানুষদের চিকিৎসাসেবা দিয়ে ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় তখন গণমাধ্যমে পুলিশের এই উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি