শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » টাকা না দেওয়ায় টুইটারে ব্লু-টিক হারালেন শাহরুখ-বিরাট কোহলি


টাকা না দেওয়ায় টুইটারে ব্লু-টিক হারালেন শাহরুখ-বিরাট কোহলি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৪.২০২৩

স্পোর্টস ডেস্ক:

বিশ্বের জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টের নামের পাশে এতদিন বিশেষ ‘ব্লুটিক’ চিহ্ন থাকত। গত বৃহস্পতিবার থেকে সেই বিশেষত্ব হারালেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি, রাজনীতিবিদ রাহুল গান্ধীর মতো ব্যক্তিত্বরা। টাকা না দেওয়ায় ব্লুটিক হারালেন তারা।

হঠাৎ কেনো টুইটার এ কাজটি করলো তা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে। এটি কোনো সমস্যা কি না, তাও ভাবছেন অনেকে। তবে এটি কোনো সমস্যা নয়। এখন থেকে টুইটার ব্লু -সাবস্ক্রিপশন না নিলে কোনো অ্যাকাউন্টে ব্লু টিক থাকবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলার খরচ করে টুইটার কেনার পর প্ল্যাটফর্মটিতে বিভিন্ন পরিবর্তন এনেছেন। এর মধ্যে অন্যতম টুইটার ব্লু সাবস্ক্রিপশন। যারা এই পরিষেবা গ্রহণ করবেন তাদের টাইমলাইনে কম বিজ্ঞাপন, কথোপকথনে অগ্রাধিকার, বুকমার্ক ফোল্ডার এবং বেশি শব্দের টুইট করার সুবিধা মিলবে।

গত মাসেই টুইটার একটি টুইটে নিশ্চিত করেছিল যে, ১ এপ্রিল থেকে তারা লিগ্যাসি ভেরিফিকেশন প্রোগ্রাম এবং লিগ্যাসি ভেরিফিকেশন চেকমার্ক সরাতে শুরু করবে। কেবল সেই সব অ্যাকাউন্টের পাশে ব্লু চেকমার্ক থাকবে যারা টুইটার ব্লু পরিষেবা গ্রহণ করবে। যেহেতু বেশিরভাগ সেলিব্রেটি এই পরিষেবা গ্রহণ করেননি, তাই তাদের অ্যাকাউন্টে নামের পাশে ব্লু টিক চিহ্ন নেই।

টুইটার ব্লু সাবস্ক্রিপশন গ্রহণ করলে প্রতি মাসে ৮ ডলার দিতে হবে। এটি ওয়েবসাইটের জন্য। তবে অ্যাপ স্টোরের খরচের কারণে আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাইনআপ খরচ প্রতি মাসে ১১ ডলার পড়বে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি