শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৬ বিভাগের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০২৩

আবহাওয়া ও জলবায়ু:

দেশের ছয়টি বিভাগে আঘাত হানতে পারে কালবৈশাখী। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজকের ঝড়ের বেগ থাকতে পারে সর্বোচ্চ ৭০ কিলোমিটার।

শনিবার বিকাল ৪টার দিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিকাল থেকে দেশের ছয়টি বিভাগে কালবৈশাখী আঘাত হানবে। সেগুলো হলো-ঢাকা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগ।’

আবহাওয়ার অধিদপ্তরের খবরে বলা হয়, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি