বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


টাঙ্গাইলে বাস ও অটোরিকশা সংঘর্ষে ২ স্কুলছাত্রীসহ নিহত ৪


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০২৩

ডেস্ক রিপোর্ট:

টাঙ্গাই‌লের ধনবা‌ড়ী‌তে বা‌সের ধাক্কায় বেটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন স্কুলছাত্রী। দুর্ঘটনায় আহত হ‌য়েছেন ১০ জন।

আজ রবিবার দুপুর পৌ‌নে ১টার দি‌কে টাঙ্গাইল-জামালপুর সড়‌কের উপ‌জেলার বা‌ঘিল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।
নিহতরা হলেন উপজেলার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও বাঘিল গ্রামের কালাম মিয়া মেয়ে রশনি আক্তার ও একই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথি আক্তার, ব্যাটারিচালিত অটোরিকশার চালক উপজেলার নরিল্লাহ গ্রামের নিয়ত আলীর ছেলে হামিদ মিয়া (৬৫), গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়া ছেলে মোস্তফা মিয়া (৫২)।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন ধনবা‌ড়ী থানার উপপ‌রিদর্শক (এসআই ) ইদ্রিস আলী।

তিনি বলেন, জামালপুর থে‌কে ঢাকাগামী যাত্রীবা‌হী একটি বাস পেছন থেকে ঘটনাস্থলে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ‌তে ঘটনাস্থ‌লেই তিনজন নিহত হন। এছাড়া আ‌রও ৪ জনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস‌টি আটক করা হ‌য়ে‌ছে। তবে এর চালক পলাতক রয়েছেন।

এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি