মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কসবায় নব নির্বাচিত বিএনপির সাধারণ সম্পাদক অস্ত্রসহ গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০২৩

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় বিএনপির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন (৫১) কে শুটারগানসহ গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাকে উপজেলা খাড়েরা ইউনিয়নের দারোগা বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শরীফুল হক স্বপন উপজেলার সৈয়দাবাদ গ্রামের সাবেক উপজেলা বিএনপির সভাপতি জহিরুল হকের ছেলে।

গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

বিনাউটি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাসেল খান জানান, আগামী ৬ এপ্রিল উপজেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ উপজেলা বিএনপির কমিটি গঠনে নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনের জন্য উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী-পাতাইসার উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফখর উদ্দিন আহাম্মদ খানসহ তার সাথে ছিলেন অন্যান্য নেতা-কর্মীরা। সেখান থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়ার পর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়।

সেখান থেকে বিকাল ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় নিয়ে যাওয়ার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকে। পরে পুলিশ তাদের শান্ত থাকার নির্দেশ দিলে নেতা-কর্মীরা শান্ত হয়।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, আগামী ৬ এপ্রিল বিএনপি উপজেলা কমিটি গঠনে নির্বাচনের জন্য দেলী-পাতাইসার উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র দেখে ফেরার পথে তার নিকট অস্ত্র আছে এমন গোপন সংবাদে দারোগা বাড়ি তাকে তল্লাশি করে একটি লোডেড শুটার গান পাওয়া যায়। অবৈধ অস্ত্র রাখার দায়ে দায়েরকৃত মামলায় এবং আগের একটি বিষ্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, উপজেলা বিএনপি কমিটি গঠনে একাধিক তারিখ করা হলেও নির্বাচন হয়নি। আগামী ৬ এপ্রিল উপজেলা বিএনপি কমিটি গঠনের বিষয়ে নির্বাচন হওয়ার কথা থাকলেও উপজেলা বিএনপি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় গ্রেফতার কৃত শরীফুল হক স্বপনকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ঘোষণা করেন জেলা বিএনপি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি