বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


টিচ ফর বাংলাদেশ থেকে ফেলোশীপ পেলেন কুবি শিক্ষার্থী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০২৩

আতিকুর রহমান তনয়, কুবি:

যুক্তরাষ্ট্রের ‘টিচ ফর অল’ সংস্থার বাংলাদেশের শাখা থেকে দুইবছরের ফেলোশিপ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র মোহাম্মদ আল আমিন। টিচ ফর বাংলাদেশ কর্তৃক পাঠানো এক ইমেইল থেকে এই তথ্য জানা গিয়েছে।

উক্ত ফেলোশিপে আল আমিন বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একটি স্নাতকোত্তর করার সুযোগ পাবেন। তাছাড়া একটি স্কুলে ২ বছর শিক্ষকতা এবং মাসিক ৩০ হাজার অর্থসম্মান পাবেন তিনি।

ফেলোশিপ পাবা অনুভূতি প্রকাশ করে আল আমিন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমি দ্বিতীয় যে এই ফেলোশিপ পেয়েছি। তিন ধাপের বাছাইপর্ব শেষে এই ফেলোশিপের জন্য নির্বাচিত হওয়া আমার জন্য অনেক আনন্দের। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অন্যরাও এইরকম ফেলোশিপ গুলোতে এপ্লাই করলে বিশ্ববিদ্যালয়ের নাম দেশ ছাড়িয়ে বিশ্বে ছড়িয়ে পরবে বলে বিশ্বাস।

উল্লেখ্য, টিচ ফর বাংলাদেশ হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত “টিচ ফর অল” সংস্থার বাংলাদেশের অংশীদার। সংস্থাটির মূল কাজ হচ্ছে বিভিন্ন দেশে তাদের অংশীদারদের দ্বারা সে দেশের সল্প-সম্পদযুক্ত স্কুল এবং সম্প্রদায়গুলোতে শিক্ষাদান করাসহ নেতৃত্বগুণ বৃদ্ধি করার মতো বিভিন্ন সেমিনার আয়োজন করা।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি