সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » খুব শিগগিরই সরকার পতন ঘটানো হবে, হুঁশিয়ারি দিলেন খন্দকার মোশাররফ


খুব শিগগিরই সরকার পতন ঘটানো হবে, হুঁশিয়ারি দিলেন খন্দকার মোশাররফ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৫.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান করে খুব শিগগিরই সরকার পতন ঘটানো হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার (৬ মে) মানববন্ধন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

এ সময় ডক্টর মোশাররফ জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় বলেও তিনি মনে করেন।

বিএনপির এ নেতা বলেন, বিরোধী মত দমনের মাধ্যমে জোর করে সরকার ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। অপরদিকে, অধিকার আদায়ের জন্য প্রতিবাদী হয়ে রাজপথে নেমেছে জনগণ। গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশের বইগত নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গণতন্ত্র ও বেগম জিয়ার মুক্তির একমাত্র পথ বর্তমান সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি