ডেস্ক রিপোর্ট:
রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস রোডের একটি বাসা থেকে কুদরত-ই খুদা ওরফে হৃদয় (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হৃদয় যমুনা টেলিভিশনের নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ মে) দুপুর ১২টার দিকে খবর পেয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
ওসি জানান, প্রত্যাশা নামের এক মেয়ের সঙ্গে প্রায় সাত বছর যাবত প্রেমের সম্পর্ক ছিলো তার। তাদের উভয়ের পরিবারের সম্মতিতে বিয়ের কথাবার্তাও ঠিক ছিলো। তাই হৃদয়ের বাসায় যাতায়াত ছিলো প্রত্যাশার। কিন্তু কিছুদিন আগে প্রত্যাশার সঙ্গে অন্য কারো সম্পর্ক রয়েছে এমন ধারণা থেকে অভিমান করে হৃদয় সিরাজগঞ্জে থাকা মাকে জানিয়েছিলো প্রত্যাশা বদলে গেছে। আজ মঙ্গলবার (৯ মে) দুপুরে খবর পেয়ে পুলিশ তার কলাবাগানের ভাড়া বাসায় গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। উদ্ধার মরদেহ পরবর্তিতে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
ওসি সাইফুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে তার প্রেমিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এটি অপমৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।