শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভুয়া ডাক্তার স্বামী, অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করেন স্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৫.২০২৩

ডেস্ক রিপোর্ট:

চুয়াডাঙ্গার দর্শনায় অবৈধভাবে ক্লিনিক পরিচালনার অপরাধে শাওন আক্তার (৩৬) নামে এক ক্লিনিক মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্লিনিকটি সিলগালা করা হয়।

মঙ্গলবার (৯ মে) বিকেল ৩টার দিকে দর্শনা পুরাতন বাজার এলাকার বারাকা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ওই অভিযান চালান দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস।

দণ্ডপ্রাপ্ত শাওন আক্তার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর গ্রামের ফিরোজ আহমেদের স্ত্রী।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস জানান, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ প্রয়োজনীয় সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ক্লিনিক মালিক শাওন আক্তারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সিলগালা করা হয় ক্লিনিকটি। ওই ক্লিনিকে দীর্ঘদিন থেকে অপচিকিৎসা চলছিল। তার স্বামী ফিরোজ আহমেদ ওই ক্লিনিকের ভুয়া চিকিৎসক। নামের পাশে ভুয়া এমবিবিএস ডিগ্রিসহ ডাক্তারি পেশার বিভিন্ন ডিগ্রি ব্যবহার করেন ফিরোজ। ভ্রাম্যমাণ আদালত আসার খবরে তিনি পালিয়ে যান। তাকে তলব করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি